মনসা
অনিরুদ্ধ সুব্রত
গোখরোর ঠোঁটের পাশেই সদা তৎপর এক বিষ-থলি
ঈশ্বর জানতেন, সাপ অতি সুন্দর সৃজন তার
চুম্বনের বদলে ছোবলে নষ্ট করে দিতে
নষ্ট করার ধূর্ত অত্যাচার
হয়তো এই-ই ছিল পূর্ব বিবেচিত বিচার…
আগামীকাল যে মেয়েটা জরায়ু হতে মুক্ত হবে
তার উজ্জ্বল ওষ্ঠের ঠিক নীচে, নীল বিষ লুকোনো থাকবে
উদ্যত ছায়াকেও সবেগে দংশন দিতে
বৃথা কেন সে বিলম্ব করবে।
বাঃ ।
খুব ভালো।
সব-ই বিষ !