কিছুদিন
দুর্বার (জয়ন্ত ব্যানার্জী)
কিছুদিন হোক না হয় খররৌদ্রে তাপিত,
কিছুদিন কাটুক বরং শ্রাবণ-ধারা ভাসিত।
কিছুদিনের ঋণ রাখা থাক শরৎ হাওয়ার ভোরে,
কিছুদিনের আত্মগোপন শীতেরই অন্দরে।
কিছুদিনের দমবদ্ধতা অন্তর্বাসের বাঁধায়,
কিছুদিনের মুক্তমনা সরল মনের হাওয়ায়।
কিছুদিনের তুলে রাখা স্মৃতির খাতার পাতায়,
কিছুদিনের ভুলে যাওয়া হেমন্ত-ঝরা পাতায়।
কিছুদিন কি পারবে তুমি তোমায় ভুলে আসতে?
কিছুদিন কি পারবে তুমি আমায় ভুলে থাকতে?
কিছুদিনের দুঃখ না হয় থাকুক জেদের জন্য,
কিছুদিনের সুখের দেখার তরেই সবাই বন্য।
বাহ্ অপূর্ব!