সময় ভীষণ অভিমানী
মলয় চৌধুরী
আমার জন্য কেউ বসে নেই
শিমূলতলায়,
যখন খুশি যেদিকে খুশি
আজ যাওয়া যায় ।
দিনের চিঠি পাইনি আমি
সময় ভীষণ অভিমানি ;
ফেলে আসা মরসুমি ফুল
যা হোক তা’ হোক ভুলের মাশুল।
আজকে জানি কেউ বসে নেই
পলাশডাঙ্গায়
ফিরে আসার যন্ত্রণাটা
দারুণ জ্বালায়।
আমার জন্য কেউ জেগে নেই
দরজা খুলে
কখনো জানি আসবে না সে
কক্ষনো না মনের ভুলে।
হাতের ছোঁয়ায় শব্দগুলো জাগাও যদি
মেঘের থেকে তৈরি হত অনেক নদী।
সময় ভীষণ অভিমানি অভিমানি
তোমাকে কি আজকে আমি নতুন চিনি !
আমার জন্য কেউ চেয়ে নেই
পথের পানে
ফিরে যেতে ইচ্ছে করে
কিন্তু যাব কিসের টানে ?
কেউ ভাবে না আমার কথা
মেঘলা রাতে
বিস্মিত নীল গভীর কোন
গোপন স্রোতে।
যেমন খুশি যখন খুশি
হারানো যায়
আজ কুয়াশায়।
জেগে থাকার সঙ্গী যখন
বিনিদ্র রাত
মনের মধ্যে চোরা ধারার
জলপ্রপাত।
সময় ভীষণ অভিমানি দারুণ জ্বালায়
কাটাকুটি কাটাছেঁড়া আমার পাতায়।
আমি জানি ভালই জানি
অবহেলার শিশির ঝরে
হিমেল হাতে ,
আমার জন্য কেউ বসে নেই
অহর্নিশি প্রতীক্ষাতে ।।
খুব সুন্দর কবিতা। অভিনন্দন কবিকে।
দারুন লাগলো।
সত্যি পার্থিব সবথেকে মূল্যবান হল এই সময়। অপূর্ব। অভিনন্দন কবিকে।
জেগে থাকার সঙ্গী যখন
বিনিদ্র রাত
মনের মধ্যে চোরা ধারার
জলপ্রপাত।
….…………………………………………..ছুঁয়ে গেলো লাইন দুটো
ভীষণ সুন্দর অভিমানী কবিতা।
ভালো লাগলো। সত্যিই সময় অভিমানী হয়। কেননা সে ‘যাকে পাবি তাকে ছোঁওওও’ বলতে বলতে হারিয়ে যায়, হারিয়ে যায় নিঃসীম অন্ধকার গহ্বরে। আর ফিরে আসেনা, কখনোই না।
কবি ভাই, ভালো থাকবেন।