কবিতাঃ জালের প্রাণী – শুভাশীষ দত্ত

জালের প্রাণী
শুভাশীষ দত্ত

জালে আমি জালে তুমি
জালের মৎস্য আমরা,
আকাশ এবং মাটি জানে
থাকি একটা কামরায়।
আকাশ এবং মাটির সাথে
যোগাযোগ বিচ্ছিন্ন,
তবু আমরা এক‌ই আছি
এক আমাদের চিহ্ন।
মধ্যিখানে যদিও আছে
অনেকখানি দূরত্ব ;
অন্ধকারকে ঠেলতে থাকি
দাদুরী ন‌ই কুঁয়োর তো !
তবুও কেমন জালে বন্দী
তুমি আমি – বুঝিও না ;
এ অবস্থাটা মেনেই নিয়েছি,
প্রশ্ন টশ্ন পুছিও না।
জাল ফেলে যে ধরল জেলে
উদ্দেশ্যটা কী যে তার,
সেসব বোঝার আশা ছেড়ে
সামলে রাখি কলজেটা।
ওটা বড় আপন জিনিস
নষ্ট হলে দুঃখ পাই ;
জেলের পায়ে লুটিয়ে মাথা
পাতিয়েছি তাই সখ্যতা।

One thought on “কবিতাঃ জালের প্রাণী – শুভাশীষ দত্ত

Leave a Reply to অঙ্কন Cancel reply

Your email address will not be published. Required fields are marked *