কবিতাঃ আমার একটা মৃত্যুবাণ আছে – অমিত মজুমদার

আমার একটা মৃত্যুবাণ আছে
অমিত মজুমদার

রাবণের মতো মাথায় দশটা প্রকোষ্ঠ খুলে ফেলা সত্ত্বেও
আমাকে আজ অবদি রাবণসম্মান দেওয়া হয়নি
যুদ্ধের পর মহাযুদ্ধ হেঁটে গেছি কোনো বর্শা আমাকে ভেদ করেনি
পুস্পক রথে থরে থরে সাজানো গুচ্ছের সাদা ফুলের মালা
আমাকে ঢেকে রাখতে পারেনি কখনও
এমনকি জ্বলন্ত লেজেওয়ালা হনুমান অশোকবন তছনছ করে দিলেও
সামুদ্রিক লবণে বারবার বাঁচিয়ে ফেলেছি লঙ্কার স্বাদ
আমি রাবণ নই তবে আমারও একটা লুকোনো মৃত্যুবাণ আছে
প্রেস কনফারেন্সে বহুবার বলেছি ওটা চুরি হয়নি
ওটা চুরি করা এতটা সহজ না
তা সত্ত্বেও কেউ বিশ্বাস করেনি সে কথা
এবার বলো আর কত প্রমাণ দিতে হবে যে আমি বেঁচে আছি ?

4 thoughts on “কবিতাঃ আমার একটা মৃত্যুবাণ আছে – অমিত মজুমদার

  1. অসাধারণ লেখা …..কবিতার নামকরণ দারুণ লাগলো ।

  2. চমৎকার একটি কবিতা। অভিনন্দন কবিকে।

Leave a Reply to Krittika Bhaumik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *