কবিতাঃ বিরোধী কবিতা – অনিমেষ সিংহ

বিরোধী কবিতা
অনিমেষ সিংহ

আশার কথাই বলব-
ব্যাবসায় পরিবর্তন এসেছে। রাষ্ট্র, বিক্রি করছে;
রাষ্ট্র কিনছে।
আশার কথা-
পেট ভরে আছে গোলামের মতো।
লাল পিঁপড়ের মতো, রাষ্ট্র
ঠিক খুঁজে নিচ্ছে আমার মধু, সঞ্চিত ছিলো যা,
আরেকটা মহামারী, আগত সময়ের স্বার্থে।
রাষ্ট্র মালিক হলে ক্ষতি ছিলো না। যদি সে দরদি হতো।
আজ, রাষ্ট্র, তা নয়। রাষ্ট্র, আমার সঞ্চিত বসন্ত তুলে দিচ্ছে
বণিকের হাতে,
মাফিয়া এবং লুঠেরার হাতে!
আশার কথা,
বলেই দিলাম। তোমাকে মাফিয়া হতে হবে,
তোমাকে লুঠেরা হতে হবে,
তোমাকে জুয়াড়ি হতে হবে-
এসব, খুব সহজ;
খুবই সহজ কাজ।
অন্ততঃ শ্রম ও সাধনা থেকে,
প্রেম ও যন্ত্রণা থেকে,
অনেক সহজ, রাষ্ট্রের গোলামী করা
অথবা
লুঠেরা হওয়ার রাস্তা,
খুবই সোজা

2 thoughts on “কবিতাঃ বিরোধী কবিতা – অনিমেষ সিংহ

Leave a Reply to Krittika Bhaumik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *