নমস্কার,
সমস্ত পাঠক এবং লেখককে অবেক্ষণ পত্রিকার পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের ভালোবাসা আর সাহচর্যে আমাদের পথচলা। গত সংখ্যা ছিল শারদ সংখ্যা। সেই সংখ্যায় সমস্ত কবি এবং লেখক তাঁদের অসামান্য লেখায় ভরিয়ে তুলেছিলেন, প্রশংসনীয় করে তুলেছিলেন পত্রিকার পাতা। সাহিত্যের ধারা অবিরাম, অনর্গল তাই আবারও আমরা নিয়ে এসেছি মনোগ্রাহী, সাহিত্য গুণে ভরপুর পত্রিকার আরো একটি সংখ্যা।
এই সংখ্যায় সংযোজিত হয়েছে দুটি নতুন বিভাগ; অবেক্ষণের গ্যালারি, যেখানে থাকবে চিত্র শিল্প এবং বিশ্ব সাহিত্যের জানলা, যেখানে থাকবে অনুবাদ সাহিত্য। আমাদের বিশ্বাস পাঠকের মন জয় করতে পারবে এই দুটি নতুন বিভাগ।
অবেক্ষণ পত্রিকা এই সময়ের দলিল হয়ে উঠেছে ধীরে ধীরে, তা এই সংখ্যায় প্রকাশিত লেখা থেকেই পরিষ্কার। এভাবেই সকলে পত্রিকার সঙ্গে থাকুন। ভালোবেসে লিখুন, ভালোবেসে পড়ুন।
খুব ভাল উদ্যোগ। অভিনন্দন মন্দিরা গাঙ্গুলীকে।
অনবদ্য। এগিয়ে যাও, শুভেচ্ছা রইল।
অনেক শুভেচ্ছা রইলো ।
শুভ প্রয়াস। সততা নিরপেক্ষতা মূল্যবোধ নিয়ে অবেক্ষণের জয়যাত্রা অব্যাহত গতিতে এগিয়ে চলুক।