কবিতাঃ কালবোশেখি – সৌমিত্র ঘোষ

কালবোশেখি
সৌমিত্র ঘোষ

অনভ্যাসে বসন্ত ফিরেছিল চৌকাঠে
লোকে বলে নাকি নিষিদ্ধ !
আবাহনে তবু শ্বাস নিয়েছিলাম বুক ভরে
বিষক্রিয়ার দহনে আজও প্রাণমন l
নীলিমায় নীল, তবু ঝড়ের পূর্বাভাসে
বুকের বোতাম ছেঁড়ে, নৃশংস আকুতিতে l
জয়দেবের কাব্য মনের কোনে,
ঝড় সে যে আপন মনে খিল ভাঙে চিলেকোঠায় –
উর্দ্ধশ্বাসে ঘর ভাঙে, সৃষ্টির অহংকারে l
ঝড় থামে, বৃষ্টি আসে চোখের পাতায়
ভাঙা ঘরের টেবিলে শুধু একটি বোতাম,
মনে করিয়ে দেয়, এ ঝড় নিষিদ্ধ l

2 thoughts on “কবিতাঃ কালবোশেখি – সৌমিত্র ঘোষ

Leave a Reply to PRABIR GANGULY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *