কবিতাঃ আবাহন – চিরশ্রী দেবনাথ (ধর্মনগর, ত্রিপুরা)


আবাহন – চিরশ্রী দেবনাথ


এক

এইমাত্র শহরটির গায়ে জ্বর এলো, একশ ডিগ্রী তার বিষণ্ণতা
কোথাও কেউ কেঁদে মরছে, দুঃখে পুড়ে যাচ্ছে অহংকার
ছবিওলা আঁকতে পারছে না, কবি লিখতে পারছে না,
স্তব্ধ হয়ে গেছে আগুনের নিমন্ত্রণ, অপমানের গাঢ় দাগ
পাথর থেকে ঠান্ডা কুড়িয়ে কপালে রেখেছি অভিমান
রসদ খুঁজতে বেরিয়েছি,স্বপ্নসম্ভবা রাত, স্রোত ও শব্দ
উন্মাদের কাছ থেকে ধার নিয়েছি অবাস্তব, পকেট ভর্তি নুড়ি
হারিয়ে ফেলেছি কবির বাড়ি, পথ ডুবে গেছে মৃত লেখায়

দুই

প্রতিদিন ব্যথা নিয়ে যে আনন্দ জেগে ওঠে তাকে প্রণাম
ছেড়ে আসতে আসতে প্রলম্বিত হয়েছে প্রেম
অন্ধকারে নির্ভীক হয়ে ছুঁয়ে এসেছি পরিক্রমা ও পুজো
প্রসাদের মতো কেটে রাখা আছে আত্মরঙ, অগুরু ছড়ানো।
ঘর থেকে প্রণত আহ্বানে, পুরুষ ফিরিয়ে দিয়েছে যুদ্ধের তরবারি!
বিহঙ্গের ছায়া কুড়িয়ে অবশেষে জেগে উঠেছে চেনা গৃহস্থালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *