কথায় কথায় – সুবোধ দে
আর সব দেখে মুখ ফিরিয়ে দেখবে যখন
এখানে তখন অন্য ছবি অন্য গল্পের ক্ষণ রচিত হবে,
তোমাকে দেখে যে আলো খেলে যায় মুখে
তার খোঁজে চোখ চাওয়া হয়না শেষ
তেমন করে কথায় কথায় ভুলে থাকায় ফেরে না অনুস্মরণ
অনেক ভাবনার ফাঁকে এসে বসে পাখি, জানালা খোলা
প্রিয় হাওয়া এ-পথে এসো—
ডাক-খোঁজ করে চিনতে পারনা বলে হয়না দেখা
এখন সাক্ষাতে আর সব কথা হয়, জরুরি কথা ছাড়া –।