আবার
সামনে ছায়া লম্বা হলো
বাড়ছে আগুন পুড়ছে ঘর;
অতীত ফেলে হাঁটছি আমি
কান্না তোরা বন্ধ কর।
তৃপ্তি করে খাচ্ছে আগুন
বাঘের মতো আমার ঘর।
ঘরের সাথে স্বপ্ন পোড়ে,
কান্না তোরা বন্ধ কর।
দেখনা চেয়ে আগুন কেমন
অন্ধকারে রঙিন পেখম
দুলিয়ে ওই ছুঁচ্ছে আকাশ
তবুও কেন দুঃখ পাস।
তোদের চোখ তো স্বপ্ন পালে,
ভিজতে দিস না নোনতা জলে,
পারিস যদি কান্না ভুলে-
আমায় স্বপ্ন দাদন দে।
ঠিকানা তো পুড়লো ঘরে
স্বপ্নেই তো আমার বাস।
একটা স্বপ্ন-বীজ বুনে দে,
স্বপ্নের হোক আবার চাষ।
দারুন হয়েছে।
স্বপ্নের হোক আবার চাষ। অপূর্ব ছড়া।
অপূর্ব
খুব ভালো লাগলো। মজবুত কলমের সুন্দর প্রকাশ।
স্বপ্নের চাষ কথাটা খুব সুন্দর। ভালো লাগলো কবিতাটা।
খুব সুন্দর