সম্পাদকীয়৫ঃ মন্দিরা গাঙ্গুলী

পত্রিকার সমস্ত পাঠক এবং লেখককে আন্তরিক শুভেচ্ছা জানাই । সকলের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের পথচলা ।

সেপ্টেম্বর চতুর্থ সপ্তাহের অর্থাৎ গত সংখ্যা ছিল ‘রাজার চিঠি’ পেলেন পার্থ বসু এই নামে। পার্থ বসুর চলে যাওয়া বাংলার কাছে অপূরণীয় ক্ষতি। জীবন গতিশীল। এগিয়ে চলাই ধর্ম। অবেক্ষণও তাই এগিয়ে চলেছে নতুন আশা নিয়ে। অক্টোবর মাসের প্রথম সংখ্যা প্রকাশিত হল। আসন্ন উৎসব দুর্গাপূজায় প্রকাশিত হতে চলেছে অবেক্ষণ পত্রিকার উৎসব সংখ্যা। আশাকরি আমাদের প্রচেষ্টায় পাঠকদের কাছে সংখ্যাটি আকর্ষণীয় হয়ে উঠবে ।

এ সপ্তাহে আছে দশজন মানী কবির কবিতা, নিবন্ধ , অবেক্ষণ পত্রিকার অতীত স্মৃতি থেকে অবেক্ষণ প্রসঙ্গে এবং সাম্প্রতিক কলামে অবশ্যই সাম্প্রতিক ঘটনা থেকে উঠে আসা কিছু কথা।

সবাই এভাবেই সঙ্গে থাকুন। এ পত্রিকা সমস্ত সাহিত্যপ্রেমী মানুষের নিজের পত্রিকা। ভালোবেসে পড়ুন, ভালোবেসে লিখুন। ধন্যবাদ।

5 thoughts on “সম্পাদকীয়৫ঃ মন্দিরা গাঙ্গুলী

    1. সম্পাদকীয় যথাযথ‌। ধন্যবাদ।

Leave a Reply to Krittika Bhaumik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *