মানুষ
অনিন্দ্য গোস্বামী
মানুষের মাঝে থেকে আর
মানুষের কাছে মানুষের কথা শুনে –
বুঝেছি মানুষ এক জটিল ব্যাপার।
এ যেন ঘুমে দেখা স্বপ্নের মতো।
যেমন দেখিনি কখনো চোখ মেলে –
অথচ স্বপ্ন আদপে দেখার বিষয়।
তেমনি মানুষ অদৃশ্য চারিদিকে –
তবু জানি মানুষ এক হওয়ার বিষয়।
চারপাশে শুধু আজ বীজ চোখে পড়ে।
বীজের ভিতরে আছে প্যাঁচানো নির্দেশ,
অথবা সংকেতে লেখা লড়ার আদেশ।
আদেশের বশে বীজ ঝর্ণার মতো পড়ে,
নদীর মতো বয়, সাগরের মতো ফোলে,
মেঘের মতো ওড়ে, বৃষ্টির মতো ঝরে।
তবুও সে বীজ, বীজ হয়ে থেকে গেছে,
ভুলে গেছে, কেউ তার অপেক্ষায় আছে।
অপূর্ব । দারুণ কবিতা। সত্যি মানুষ তো হওয়ার বিষয়।
কবির জন্য অনেক শুভেচ্ছা। পরের লেখার। আশায় রইলাম।
অনুপ্রেরণার জন্যে ধন্যবাদ
খুব সুন্দর লাগলো
দারুন লাগলো।
অসাধারণ কবিতায় সমৃদ্ধ হলাম। পরের সংখ্যার জন্য অপেক্ষায় থাকবো। অনন্য শ্রদ্ধা।