সম্পাদকীয়ঃ সম্পাদকের কথা

সম্পাদকের কথা

নমস্কার, যাঁরা “অবেক্ষণ পত্রিকা”য় লিখছেন বা পরবর্তীতে লিখবেন এবং যাঁরা পড়ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। শ্রী রাধু গোস্বামী সম্পাদিত সেই বহুদিনের “অবেক্ষণ” এখন অনলাইনে নতুন সাজে চলে এসেছে। পয়লা আগষ্ট, ২০২০ যখন সম্পাদনার দায়িত্ব পেলাম, ভাবিনি এত তাড়াতাড়ি সাফল্যের সাথে এগিয়ে যেতে পারব। সবটাই সম্ভব হয়েছে আমাদের গোষ্ঠীর উদ্যম এবং আপনাদের সকলের সাহচর্যে। এই আগষ্ট মাস পত্রিকার জন্ম মাস ছিল তাই লেখা প্রকাশের জন্য নির্দিষ্ট দিন বা তেমন কোন নিয়ম রাখা হয়নি। সেপ্টেম্বর মাস থেকে পত্রিকার কিছু নির্দিষ্ট নিয়ম থাকবে। যেমন-

পূর্ব প্রকাশিত লেখা, সে ছাপা অক্ষরে হোক অথবা সোস্যাল মিডিয়ায়, এই পত্রিকার জন্য গ্রহণযোগ্য নয়। ( যদিও একথা মেনেই চলেন সমস্ত শ্রদ্ধেয় কবি, লেখক। তাঁরা আমন্ত্রিত হবার পর সময় চেয়ে নিচ্ছেন লেখার জন্য, তাঁদের রচিত, প্রকাশিত অফুরন্ত সাহিত্য ভান্ডার থাকা সত্ত্বেও। পাশাপাশি বেশ কিছু জন নিজেদের সোস্যাল মিডিয়ায় পোস্ট করা লেখা মেইল করছেন, সেই কারণেই এই বিষয় নিয়ে বলতে হল।)

লেখা পাঠানোর পর পঁয়তাল্লিশ দিনের মধ্যে লেখা প্রকাশিত না হলে ধরে নেওয়া যেতে পারে লেখা মনোনীত হয়নি। সেই লেখা তখন লেখক অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারবেন।

সুস্থ রুচিসম্মত শব্দের ব্যবহার থাকতে হবে লেখায়।

কোন রকম বিভেদ মূলক বিষয়কে প্রশ্রয় দিয়ে লেখা গ্রহণ করা হবেনা।

কোন লেখা প্রকাশিত হবে বা হবে না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অবেক্ষণ গোষ্ঠী।

সেপ্টেম্বর, ২০২০ থেকে এই পত্রিকা সাপ্তাহিক হবে। প্রতি সপ্তাহের শনিবার প্রকাশিত হবে “অবেক্ষণ পত্রিকা”।

ভালোবেসে পড়ুন ভালোবেসে লিখুন। ধন্যবাদ।

8 thoughts on “সম্পাদকীয়ঃ সম্পাদকের কথা

  1. মৌলিক রচনার দুনিয়ায় কপিরাইট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়| পুনঃপ্রকাশনার ক্ষেত্রে এই কপিরাইট লংঘিত হলো কিনা তার নির্ধারণ ও অনেক ক্ষেত্রে জটিল | তাই পুনঃপ্রকাশনা এড়িয়ে চলাই শ্রেয়, মনে করে সমস্ত প্রকাশকেরা| তাই অবেক্ষণের এই সিদ্ধান্তকে সমর্থন জানাই| যথাযথ অনুমতিক্রমে, অথবা মূল্যের বিনিময়ে কখনো কোনো বিশেষ রচনা প্রকাশকরা যে পুনঃপ্রকাশ করেননা তা নয়, তবে তা বিরল, আর তা সম্পূর্ণ প্রকাশকের সিদ্ধান্ত|

  2. পত্রিকার জন্য অনেক শুভ কামনা রইল। ঠিক করা পথে এগিয়ে চলুক অবেক্ষন।

Leave a Reply to Krittika Bhaumik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *