চলন
পার্থ রায়
আগাছা মেঘ সরিয়ে
কখনো হেঁটে যেতে হয়
দিনান্তে। নিজের ভিতরে।
দেখলে সামনে কোন সাঁকো
নিচে অভিমান জমা পলি
ছিল এককালে নদী থৈথৈ
আর কেয়াপাতার নৌকো,
শ্যাওলা দলে আটকে
পচাগলা শবদেহ বেওয়ারিশ-
ফেলে যাওয়া সম্পর্কের হয়ত,
দৃষ্টি স্থির, চিবুকে দুপুর রেখে
হেঁটে যাও সোজা।
খুব সুন্দর
বাহ্। খুব সুন্দর লাগলো।
খুব সুন্দর ।
খুব ভালোলাগলো
সুন্দর লাগল।