উত্তরসূরী
অপূর্ব পাল
বুকের পাঁজর দিয়ে একটি নদী গড়েছি
মৃত্যুর পরে আমার উত্তরসূরী হবে সেই নদী
নদীর দুধারে ফুসফুস,
তরমুজ আর ধান ক্ষেত ;
জোছনা বিস্তৃত কাশবন,কচ্ছপের ডিম
কৃষাণীর সুখে ভরা কুঁড়েঘর
হিরণ্য কৃষক তার মাটির প্রদীপ
পদ্মবিলে বয়ে যাবে নদীটি যখন,
নক্ষত্রের সাথে আমার
ডুকরে ওঠা কথা সমস্ত
নদীতে ভাসিও…
প্রিয়নামে ডেকে ওঠা বাঁশিটিও !
তৃষ্ণার্ত পাখি আর মৌন সাধক যত
বৃক্ষের সারি,পা ধুয়ে দেবো ;
পাঁজরের খোলে একটি নদী পুষেছি
ঝিনুক যেভাবে স্বাতী নক্ষত্রের জল ;
বাসনা নেই মনে মুক্তো হবার
মৃত্যুর পরে উত্তরসূরী হবে নদীটি আমার
খুব ভালো লাগল।
চমৎকার কবিতাটি।
নদীর মতো ছুঁয়ে যায়…
অসাধারণ উপলব্ধি । মন ছুঁয়ে গেলো ।
খুব ভালো লাগলো।