সম্পাদকীয়

যে সময় অবেক্ষণ নতুন করে শুরু হয়েছিল সে ছিল এক চরম অসুস্থ সময়। ২০২০ সাল, করোনা ভাইরাসে জর্জরিত পৃথিবী, অনিশ্চিত জীবনের দুশ্চিন্তায় আচ্ছন্ন মানুষের মন। স্বপ্ন দেখা থামিয়ে রাখতে পারলেও সাহিত্য চর্চা থেমে থাকেনি। প্রায় পাঁচ বছরের এই নতুনভাবে পথচলার জীবনে অনেক সাহিত্য জগতের মানুষকে আমরা সঙ্গে পেয়েছি। এবং বেশ কয়েকজন কবি, লেখক তাঁদের সাহিত্য জীবনে প্রবেশ করেছেন অবেক্ষণ পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হবার পর থেকে। বরাবরই অবেক্ষণ পত্রিকা শুধু উৎকৃষ্ট সাহিত্যের খোঁজ করেছে। প্রবীণ সাহিত্যিকের পাশাপাশি একেবারে নতুনদের সাহিত্যগুণ সম্পন্ন লেখাও প্রকাশ করেছে। ভবিষ্যতেও একই ভাবে অবেক্ষণ পথ চলতে চায়। সমস্ত লেখক, শিল্পী এবং পাঠককে ধন্যবাদ, আমাদের সঙ্গে এভাবে যুক্ত থাকার জন্য। পৃথিবীর সমস্ত সাহিত্য প্রেমী বাঙালীর নিজেদের পত্রিকা হয়ে উঠুক অবেক্ষণ। বাংলা ভাষা, চর্চার মাধ্যমে সমৃদ্ধ হোক। ভালবেসে লিখুন, ভালবেসে পড়ুন।
প্রকাশিত হলো বৈশাখ ১৪৩২ সংখ্যা। নিজেরা পড়ুন, অন্যদের পড়তে শেয়ার করুন। সকলে খুব ভালো থাকুন।

3 thoughts on “সম্পাদকীয়

  1. এভাবেই অবেক্ষণ এগিয়ে চলুক দীর্ঘ দীর্ঘ পথ সফলতার সঙ্গে। শুভেচ্ছা নিরন্তর।

  2. অনাবিল শান্তিময় সম্পাদকীয়। ভালো লাগলো।
    কিন্তু ‘পটাই’ কবি অনিন্দ্য গোস্বামীর পটাই মাথায় পটকা ফাটাচ্ছে।

  3. অনাবিল শান্তিময় সম্পাদকীয়। ভালো লাগলো।
    কিন্তু ‘পটাই’ কবি অনিন্দ্য গোস্বামীর পটাই মাথায় পটকা ফাটাচ্ছে। Twice my comment is shown perhaps. It’s due to my fault

Leave a Reply to Gaurisankar De Cancel reply

Your email address will not be published. Required fields are marked *