কবিতাঃ জিন – শংকরনাথ চক্রবর্তী

জিন ভর করলে আমি আকাশকে দেউলিয়া করতে পারি
লিপস্টিক ঘষে ইন্দ্রিয় লাল করে দিতে পারি ঠোক্করের !
যে কোনো নারীর মধ‍্যে লুকোনো নদীর ঠোঁট
চেপে হাসিও , যদি ভাঁটা চলে জোয়ারে সুপ্ত !
জিন ভর করলে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ কবি
ভাবতেই পারি ,যদিও শূন্য আমার প্রিয় শব্দ ,ভাগ‍্যের !

সংখ‍্যায় আমি একক ,অরণ‍্যের ,
যদিও বিশেষ উল্লেখযোগ্য আগাছা ছাড়া
ভিন্ন কোনো উদ্ভিদ মাটি চেনেনি
চিনিয়ে না দিলে আমার অন্ধত্ব
ছন্দে ,গদ‍্যময় জীবন তবু পরিব‍্যপ্ত স্নায়ুর আত্মরতিতে !

জিন ভর করলে আমি শ্রেষ্ঠ প্রেমিক হয়ে যাই
প্রেমহীনতার পৃথিবীতে যদিও কোনো হাতের
আঙুল ভুলেছে টিপে ধরতে আমার কব্জি ,
যা দপদপ করবে চিরকাল কাটা সব্জির মতো
রান্নার অপেক্ষায় , ক্ষুধার তাগিদে , মনুষ‍্যত্বে !

জিন ভর করলে আমি ঈশ্বর হয়ে যাই
বেমানান মেকি ভক্তির ফল্গু-মানুষের পৃথিবীর পরম্পরায় !

জিন ভর করলে ,আমি আবার মানুষ হয়ে
ফিরে আসতেই পারি ,পৃথিবীকে শ্বাসযন্ত্র ভেবে !

One thought on “কবিতাঃ জিন – শংকরনাথ চক্রবর্তী

  1. মাইলফলক কবিতা। জিনের রূপকে মানুষ‍্যতের পাঠ শিখিয়ে দিলে অনবদ‍্য কবিতার হাত ধরে। অসাধারণ অসাধারণ।❤🙏❤❤👌

Leave a Reply to Amitava Swarnakar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *