মনে মনে
সুশান্ত সেন
সিঁড়ির নিচে ছিল একটা কয়লা ঘর
কয়লাওয়ালা প্রতিমাসে চারটি মন
মাসকাবারি হিসেব ছিল পদ্মপুকুর
পাশেই ছিল যদুমনির রান্নাঘর
রান্নাঘরে ঝকঝকে সব পিতল কাসা
কলতলায় ছাই যাচ্ছে উড়ে উড়ে
তিনটি টাকায় সারা দিনের বাজার সারা
পদ্মপুকুর পদ্মপুকুর পদ্মপুকুর।
রবিবারে দশটি টাকা মাংস খাব
আধখানা ডিম খেয়েছি সহস্র বার।
এখন দেখি ভাবনা সকল উড়ছে বেজায়
পদ্মপুকুর পদ্মপুকুর পদ্মপুকুর।