শব্দের বিচরণ
মৌমিতা সরকার
শব্দের ভেতর শব্দ
যত লুকোতে থাকে
তত দ্বন্দ্ব আর যত্নের
অভাব বোধ হয়।
মৃগনাভি থেকে উদ্গত চিন্তা
আর যন্ত্রণার মিশেল ঘটে।
সাদা মেঘের ভেসে যাওয়া দেখতে দেখতে
মন মলিন হয়ে যায়।
গানের সুর ভেসে এলেও পড়ন্ত বিকেলের রক্তিম আভা
কাঁপায় ঠোঁটের গোলাপী ডানা।
স্থির দুচোখ
নিবিড় এক আবেশে
পাখিদের ভেসে যাওয়া
ফিরিয়ে আনে ভালোবাসার মুগ্ধতা।
ভীষণ ভীষণ ভালো লেখা। আন্তরিকতা ও গভীরতা মিশে সুন্দর 🙏❤🌼