কবিতা: আজও – সৃশর্মিষ্ঠা

তোমাকে কত কিছু যে বলতে মন চায়। ভোরের আকাশে চলতি শতাব্দীর পাখি উড়ে গেলে মাচার লাউ আর পুঁইডগারা দিশাহীন হওয়ার ইচ্ছেয় ছটফট করে। দুপুরের বাড়িগুলো গলে ছায়া হয়ে এলে এক মাছরাঙা দুচাকায় চেপে আসে জলের ধারে। কাটাপোনাদের সাথে ওর কত না গল্প! কোনও ভ্যালেন্টাইন দেবতার স্বপ্নাদেশে রায়বাবুদের বুড়ো চাকরটা, বেতোপিসিকে জাপটে ধরে চুমু খেয়েছে। পিসি বাধা দেয় নি। মিনির তিনটে বাচ্চা হওয়ার পর থেকে হুলোটা ক্যালেন্ডারের মডেল সুন্দরীর গায়ে গা ঘেঁষে পড়ে থাকে। বাবা মারা যাওয়ার পরপরই মা গেল। আমার গান শুনে এখন দুজনেই ছবির ভেতর থেকে গলা মেলায়। ইদানীং বয়স বাড়ার সাথে সাথে আমার শরীরটা কেমন ছোট হয়ে যাচ্ছে। তোমাকে বলতেই হবে।  একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কীভাবে জড়িয়ে থাকে তোমার জানা দরকার। 

One thought on “কবিতা: আজও – সৃশর্মিষ্ঠা

  1. ভীষণ ভালো লাগা একটি কবিতা ❗শুধু পুঁইডগা না হয়ে পুঁই ডগা হত❗

Leave a Reply to Ashim Biswas Cancel reply

Your email address will not be published. Required fields are marked *