বিশ্বস্ততা
পলাশ পাল
যে বীজ সযত্নে বপন করেছিলাম অন্তরে
আজ সেই বীজ থেকে
জন্ম হয়েছে নীরব বিশ্বস্ততা
কেউ আঘাত হানে
কেউ আত্মসমর্পণ করে
কেউ ভালোবাসে
তবুও মনে হয় আমি বাকরুদ্ধ পথে…
ফিরে তাকাও,
সন্ধ্যের কবিতা এখন
অনুভূতির ভিড়ে
এই যৌবন দিগন্তরেখা পেরিয়ে
যৌবনকে স্পর্শ করে…