রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের একশ এগারো বছর অতিক্রান্ত হবার পরও এই পুরষ্কার নিয়ে বাঙালির গর্ব বিন্দুমাত্র ক্ষুন্ন তো হয়ইনি বরং আরও বেড়ে চলেছে। রবীন্দ্র অনুরাগীর মনে নানান প্রশ্ন, কীভাবে পেলেন এই পুরষ্কার? বিশ্বের দরবারে গীতাঞ্জলি কতখানি সমাদর পেয়েছিল? এই নিয়ে পড়াশোনা এবং আলোচনা চলতেই থাকে। অবেক্ষণ পত্রিকার এই সংখ্যা মূলত নোবেল জয়ের গৌরবময়তা স্মরণ করতে চায়, সেই সঙ্গে স্মরণ করতে চায় রবীন্দ্রনাথকে।
অবেক্ষণ পত্রিকা সব সময় সাহিত্যের বিশেষ করে বাংলা সাহিত্যের সম্পদকে পাঠকের কাছে তুলে ধরতে চায়। পত্রিকার এই সংখ্যাও তার ব্যতিক্রম নয়। আশাকরি সব সময়ের মতো এবারও অবেক্ষণ পাঠক মন জয় করতে পারবে। আমাদের একটাই উদ্দেশ্য; বেঁচে থাকুক বাংলা ভাষা , বেঁচে থাকুক বাংলা সাহিত্য।
সকলে ভালো থাকুন। ভালবেসে পড়ুন, ভালবেসে লিখুন। নমস্কার।