কবিতাঃ প্রথম পঁচিশে বৈশাখ – অসীম বিশ্বাস

গ্রীষ্মের এক তপ্ত সকালে স্কুলে
মায়ের গড়ে দেওয়া রজনীগন্ধার শুভ্র মালাখানি
পরিয়েছিলাম তাঁর গলে;
কাঁচের ফ্রেমে হাতের স্পর্শে
ছুঁয়ে ছিলাম তাঁর হৃদয়ের দক্ষিণে!
সবে তখন চিনেছি তাঁকে –
“তব শুভ নামে জাগে
তব শুভ আশীষ মাগে
গাহে তব জয় গাথা”র সঙ্গীতে”,
সেবার অভিনয়ও করলাম
অমল ও দইওয়ালায় অমল চরিত্রে।
সেদিনই প্রধান শিক্ষিকার ভাষনে তাঁকে
জেনেছিলাম কবি, লেখক, নাট্যকার, সংগীতস্রষ্টা,
গীতাঞ্জলি লিখে ভারতের প্রথম নোবেল জয়ী হিসেবে!
আক্ষরিক অর্থে আমার জীবনে
সেদিন ছিল প্রথম পঁচিশে বৈশাখ-
বিশ্বকবি, গুরুদেব, গীতিকার,
গীতবিতান, সঞ্চয়িতা স্রষ্টা
এবং নাইটহুড উপাধি ত্যাগী
বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *