মায়ের ভাষা
অনুপম দাশশর্মা
অবিরল ঝড় বহে মনে
যেন নীহারিকার কোণে কোণে অজস্র
চেনা-অচেনা তারাদের মাঝে ঝিলিক দিয়ে উঠছে বাংলা ভাষার অলংকার।
আকাশ থেকে মাটি..
মাটি থেকে ভূমন্ডলের বাতাসে কেবলই ধ্বনিত
হচ্ছে একুশে বাংলার অশ্রুসজল কাহিনী
বিত্ত নয়, রাজপাট নয়, নয় কোনো যশলোভের
অযুত হাতছানি।
কেবল, কেবলই মায়ের ভাষা বাংলা ভাষার
হত্যা রুখতে রুধির বইয়ে দেওয়া
সমস্ত শহীদদের জানাই আজ একুশের আজানু প্রণতি।