ঘরবন্দীর কবিতা-৪
দয়াময় পোদ্দার
গাছ থেকে পাতা পড়বার শব্দেও দরোজা খুলে দিচ্ছি-
এইবুঝি তুমি এলে!
ঠিকমতো কথাও বলছো না আগের মতো,
এমনই এক সময় এখন, চারিদিকে
শুধুই মৃত্যুর হাতছানি!
আমরা শিখে নিচ্ছি- ঘরের ভিতরেও
কি করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয়।
ফ্রান্সে যেভাবে বহুমানুষ ঘরের ভিতরে
মৃত্যুর জন্য অপেক্ষা করে মারা গেছে…
দুঃসহ লাগছে- এইদিন, এইরাত্রি ;
দরোজা খুলে তুমি একপশলা সুপবন হয়ে এসো
একমুঠো চাল হয়ে এসো, একদিগন্ত ভালোবাসা হয়ে এসো
হাতে হাত রেখে বসি দুপল সময়!
খুব খুব ভাল।
অভিনন্দন।
Bhalo laglo