কবিতাঃ ফোয়ারা সন্ধ্যার সবুজেরা – চয়ন ভৌমিক

ফোয়ারা সন্ধ্যার সবুজেরা
চয়ন ভৌমিক

১)
মন খারাপের রঙ ছড়িয়ে আছে
সমস্ত বিছানায় –

অগোছালো নগ্নতা নিয়ে আমি
শুয়ে থাকি বৃষ্টির রাতে।

কেউ চেনে না তখন আমায় –

শুধু আমি দেখতে থাকি
নিভে যাচ্ছে আমার আগুন

২)
কাচের গ্লাসে অগ্নিতরল জ্বলছে –

তাতে ভাসছে শ্বেতমর্মর ও
আরাধ্য ঈশ্বরী বন্দনা

প্রতি চুমুকে ঘোর নামে তির্যক ছায়ায়।

ক্রমশ নিস্তেজ হয়ে যায়,
সমস্ত পরাগের সাড়

স্নায়ুতে প্রবেশ করছে
মাঘী পূর্ণিমার ভয়ঙ্কর চাঁদ

অব্যবহৃত শান্ত বাঁশি
বেজে ওঠে অব্যক্ত ঠোঁটের ফাঁকে

প্রণয়সুরে বাজে সঙ্গম যন্ত্রণা
ভ্রান্ত পৃথিবী কালো রঙ মেখে

মিথ্যা সুখ উড়ে বেড়ায়
বাতাসের উদ্ধত তরঙ্গে…

2 thoughts on “কবিতাঃ ফোয়ারা সন্ধ্যার সবুজেরা – চয়ন ভৌমিক

Leave a Reply to Radhakrishna Goswami Cancel reply

Your email address will not be published. Required fields are marked *