কবিতাঃ গহন কুসুম কুঞ্জ মাঝে – সাত্যকি

গহন কুসুম কুঞ্জ মাঝে
সাত্যকি

জলের উপর দিয়ে সরে সরে যাচ্ছে পাতা
তার উপর দিয়ে বাতাস
এই ঘাটের ইট ঘেঁষে জল
দেয়াল জুড়ে ঘাস, খানিকটা লতা
নিরুত্তাপ, রোদের গা জুড়ে বাক্য হীন শব্দের উদ্যান
নেপথ্য থেকে কয়েকটা ভাসা ভাসা স্বর এবং পাতার খসখস
বাতাস হীন দুপুর, নীরব বিষণ্ণ পুকুরের ঢেউ

উড়ে যাচ্ছে কবিতার পাতা
কুড়িয়ে নিচ্ছে অকৃত্রিম সে ধুলো
থেকে থেকে হাওয়ার যাওয়া আসা
এখানে মেঘ আগে থেকেই ছিল,এবার বৃষ্টি

ছড়িয়ে যাচ্ছে কালির গাঢ় দাগ
ধীর পায়ে কে হাতে তুলে নিল
সেইসব পৃষ্ঠা
যারা ভিজে যাচ্ছিল নিঃশব্দ এক দুপুরের ঢেউ-এ
শব্দ ভেজা –
আলো ফুরিয়ে যাওয়া ঘরের স্নিগ্ধতায়
খানিকটা শব্দ মাখছে বাতাস,খানিকটা মাখছে বৃষ্টির জল
অবসন্ন অলস মুগ্ধতায় হাত জুড়ে শব্দের মুহূর্ত আহ্বান

2 thoughts on “কবিতাঃ গহন কুসুম কুঞ্জ মাঝে – সাত্যকি

Leave a Reply to Rajesh Kanti Das Cancel reply

Your email address will not be published. Required fields are marked *