সাঁঝবেলার কবিতা
দীপক মান্না
বহুদিন পর লিখছি একটি সাঁঝবেলার কবিতা
যার প্রতিটি শব্দে লেগে আছে
মল্লিকার নূপুরের আওয়াজ,কলমির কলতান
পেতে পারো আকাশে উড়ন্ত গিরিবাজের মিলন কথা;
আহ্লাদী ডানায় জড়ানো পেঁজা মেঘের বিবরণ;
পাবে না কোথাও দুঃখ-বেদনার যতিচিহ্ন;
যদিও বিকেল গড়িয়ে যায়
সন্ধ্যা নামে মানুষের বুকে
কালো জলে স্নান সেরে ওঠে ভোরের পানকৌড়ি
ছুটছে মানুষ অস্বচ্ছ রাজপথ ধরে
পশ্চিমের নির্দেশ বদলে দিচ্ছে ছাত্রমগজ
পাড়ার রকে স্থান পেয়েছে মেয়ের শরীর, খেলার রাজনীতি
আবর্তনের পথ থেকে সরে যাচ্ছে ঈপ্সিত জীবনের ইঙ্গিত।
খুব সুন্দর লেখা।