তরলমতি তোমায়
তথাগত বন্দ্যোপাধ্যায়
যে তুমি আমার কণ্ঠে মুগ্ধ,
কতনা সুন্দর শ্রী আমার ভাবো!
চিত্রপটে যার, কবিতায় যার যন্ত্রনা হারাও,
বলো, অপ্রতিবন্ধী হওয়াও কি বাঞ্ছনীয় তার?
তবে নেই আমি সে তোমার ইঙ্গিতে,
নই সে আমি তোমার ঈপ্সিত।
ভেবে যেও বা ভুলে যেও আমায় বলছিনা,
বলছি, কাছেই এসোনা।
অকারণেই বাসো ভালো বলো যাকে,
ভাঙে তা যদি তার অন্য অপূর্ণতায়,
অবসৃত, অবসিত যদি তার অন্য অভ্যেসে –
নয় তা প্রেম,
সে নয় প্রেম।
ক্ষুন্নিবারণ ছাই দিলো যাকে,
তোমার ফেরারি দৃষ্টি যাবে যখন তার অবচিত চিতায়,
হবে অবিদিত শোচনাপাত অপাঙ্গে তোমার,-
তা হবে এমনি,
সেই হবে প্রেম।
বাহ্ সুন্দর।
ধন্যবাদ দাদা। ভালো থাকুন।😊
ধন্যবাদ দিদি। ভালো থাকবেন।😊