চিরঞ্জীব হালদারের কবিতা
বেলুনটা সত্যবাদী হয়ে ওঠার লক্ষ্যে বেড়ে উঠছে।
এসো আমাদের স্বাস্থ্যসম্মত হাসি
তার জন্য বরাদ্দ রেখে
দু’মিনিট নীরবতা উশুল
করতে পারি।
সুতো জড়ানো হাতেরা
সুযোগ পেলেই মিথ্যে কথা বলবে।
চোরেরা সাধারনত রাতে জল পিপাসায়
রাস্তা ভুল করলেই
আমাদের আভ্যন্তরীন কোরাস থেকে
নেমে আসবেন ঐরারত।
বেলুনটা ততক্ষণে বাতাসের
সাথে প্রেমপর্বটা সেরে ফেলুক।
বাহ। সুন্দর
ভালো লাগলো।