বিবাহ
অঙ্কন বসু

ঘুড়িকে সুতোর সাথে বাঁধতে হয়
তবে সে ওড়ে
এখানে বাঁধার নাম ওড়া।
লাটাই ঘুরতে থাকে, যতদূর ভাসে
ততটাই বড় হয় সুতো
যারা যারা উড়তে পারেনা
মেপে দেখে আকাশের খুঁতও।
ঘুড়িকে সুতোর সাথে বাঁধতে হয়
এখানে বাঁধার নাম ওড়া
যে বিবাহে বেঁধেছি বাঁধনে
তুমি কেন ভাবো হাতকড়া?
সুন্দর কবিতা।
খুব ভালো লাগলো।
“ঘুড়িকে সুতোর সাথে বাঁধতে হয়
এখানে বাঁধার নাম ওড়া
যে বিবাহে বেঁধেছি বাঁধনে
তুমি কেন ভাবো হাতকড়া?”
অনবদ্য।
না ভাই হাতকড়া নয়। জীবনের পথে সুদীর্ঘ পথে এই মিলনের বড়ো প্রয়োজন। ধন্যবাদ, আরও লিখুন।
কবিতার বিষয়, চিন্তার স্বচ্ছতা, শব্দ চয়ন সবই খুব ভালো লেগেছে।