কবিতাঃ সেভাবে ভালবাসতে হলে – পার্থ রায়

সেভাবে ভালবাসতে হলে
পার্থ রায়

সেভাবে ভালবাসতে হলে যজ্ঞস্থলে আহুতি দিতে হয়
কিছু বর্ষা মুখর দুপুর, কুয়াশা ভেজা রাত আর
সুখ অন্বেষণের জোড়াতালি অভিসন্ধি,
দরকার একলব্যের একাগ্রতা
দৃষ্টি নয় ইতিউতি, হেথা হোথা
ঝুরঝুরে পদ্ম রেণু হয়ে ঝরে যাও পৌরুষ আগ্রাসনে
পাড় ভাঙ্গবে, ঝড় উঠবে, তিলে তিলে
চুরমার হবে আগলে রাখা সব সম্পদ,
জানতে হয় বিষাদ কালের ঠিকানা
এমন পাগল পারা প্রেম কোথায় এখন?
পেখম মেলা ময়ূর, কার্নিশে বসা
কপোত কপোতি জানে সে সংরাগ,
পুরুষ চোখের সমাজ জানে বেড়ি পরাতে
অশ্রু সজল কবিতা লেখে অপূর্ণতার ইতিকথা।

3 thoughts on “কবিতাঃ সেভাবে ভালবাসতে হলে – পার্থ রায়

  1. খুব সুন্দর লিখেছেন। পাগল পারা প্রেম কোথায় এখন?

Leave a Reply to মন্দিরা গাঙ্গুলী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *