কবিতাঃ সবাই কি আর – পার্থ সারথি গোস্বামী ।

সবাই কি আর

সবার কি আর সবকিছু হয় ।
ঘর-সংসার চারটে দেয়াল
রুক্ষ চুলে একতারাতে বাউল সাজা ।
কবিতা লেখা মনের খেয়াল
টোপর পরে সেই এক রাতের রাজা ।
সবার কি আর সব কিছু হয় ।।

সবাই কি আর সবকিছু পায় ।
হাতের ভেতর একমুঠো হাত
মনের ভাঁজে মনের মতো একটা দোসর ।
একলা জাগা গোটা এক রাত
তাকেই ভেবে কবিতা লিখে কাটবে প্রহর ।
সবাই কি আর সবকিছু পায় ।।

সবাই কি আর সবটা পারে ।
খুঁজতে তাকে গানের সুরে
রাখতে ধরে তাকেই শুধু মনের মাঝে ।
মনের থেকে রাখতে দূরে
সারাটা দিন চুপটি থেকে ব্যস্ত কাজে ।
সবাই কি আর সবটা পারে ।।

সবাই কি আর বলতে জানে ।
আজও ভালোবাসি তোকেই বঁধু
না বলা কথা বুকের থেকে আনতে মুখে ।
ছন্দ মিলে খুঁজি আমি তোকেই শুধু
তোকে নিয়েই বেশ আছি এই ভাবনা সুখে ।
সবাই কি আর বলতে জানে ।।

6 thoughts on “কবিতাঃ সবাই কি আর – পার্থ সারথি গোস্বামী ।

  1. ঠিক। সবাই সব পারে না।
    খুব ভালো লাগলো।

Leave a Reply to শুভ্রকান্তি মজে Cancel reply

Your email address will not be published. Required fields are marked *