মহারাত্রি
অরূপ রতন হালদার
১
পারানি নেই, নৌকা দেহ ছেড়ে যায়
শেষ হয়ে আসা রোদ তোমাকে চেয়েছে
যে ইতিহাস পুড়েছে এতদিন
সেইখানে মায়াময় রাত্রি এসেছে
নাও তাকে, তোমার করো, তারপর মুখ তোলো দেখ পুরোনো শহরে কুয়াশার নাচ
ঘুমন্ত আস্তাবল থেকে
ঘোড়ার দঙ্গল ধোঁয়ায় মিশে যায়
এসো অন্ধকার, মাংসপেশীতে যে তীর বিঁধে আছে তাকে আদর করো
বারুণী আলোয় প্রেমের যাত্রা শুভ হোক
২
মহারাত্রির আলো, যম, করাত-শব্দ যেন
তুলিকা আমার, ক্রমে স্ফীত
আমার অংশ নিয়েছ তুমি
এই অবেলায় হ্রেষারব শুনি
প্রবল ঝাঁকুনি আসে দেহে
বলো কিবা মনস্কাম, কিবা সে বিরহ
চৈতন্যমাঝে
দরজায় করাঘাত আসে
তাকে অরুন্তুদ বলিনি কখনো
তবু সে আশ্চর্য সব ছুরিকার কথা বলে
কলরব বহু দূর, এইসব মৃত্যু বড়ো প্রথাগত
তবু মেদুর এক স্বাদ আনে জীবনে
সুবহ দুঃখের কথা বলো আজ
শ্বাসাঘাত বিরতি চেয়েছে
দেখ হাওয়ার ঐশ্বর্য কিভাবে বিড়ম্বনা হয়ে ওঠে মেঘ ঘনিয়েছে যে সারণীতে
সে কবে বিজিত হয়েছিল সেসব কে মনে রাখে অমিতাক্ষর তোমার নখের থেকে
ঠিকানা মুছে ফেলে, অশ্রুর
সুদূর নিয়েছে সব অপরিকল্পনায়, মাংসে ও হাড়ে
অসম্ভব ভাল লাগল। শুভেচ্ছা কবি ও কলমকে।💐💐🙂🙂🙂
ভীষণ ভালো লেখেন অরূপ রতন হালদার। উনার কবিতায় এক অন্তর্গত সৌন্দর্য থাকে।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।
আমার শুভেচ্ছা জানবেন।
প্রীতি ও শুভকামনা
অসামান্য এইসব লেখা , এক সুগভীর দার্শনিক বোধে লগ্ন হয়ে থাকা এই কবির কলমকে শ্রদ্ধা জানাই ।
ভালবাসা ও শুভকামনা। ভাল থাকবেন।
খুব ভাল কবিতাটি। এ কবিতা গঠনে পুরনো হলেও কথা বলেছে আজকের কবিতার ভাষায়।
শুভেচ্ছা ও প্রীতি।
খুব সুন্দর কবিতা
ধন্যবাদ নেবেন