কবিতাঃ অনুপম দাশশর্মা

যতক্ষণ না ঘাম নামে
অনুপম দাশশর্মা

এই হাড়হাভাতে সমাজে শুধুই ক্ষয়ের গন্ধ ভেসে আসে
জিভে লেগে যায় তিক্ততার পরিহাস
তুমি উৎসবের বুক থেকে তুলে আনছ নিজস্ব শ্বাস
বাহিরে তখন মাতোয়ারা হচ্ছে নষ্ট চাঁদের আহ্লাদ।

এই ভ্রম, এই অসার যাপন, প্রলম্বিত ছায়া থেকে
কতটুকু সুস্থির হীরামন দেয় পারো কী আনতে স্মরণে।

বিস্তর পথচলার মধ‍্যযামে একমাত্র শ্রমিক তালু ওঠে ঘেমে।

2 thoughts on “কবিতাঃ অনুপম দাশশর্মা

Leave a Reply to অনুপম দাশশর্মা Cancel reply

Your email address will not be published. Required fields are marked *