ভাষা হিন্দোল ভট্টাচার্য তোমার শ্রমিক হয়ে কতদিন ভেঙেছি পাথর তোমার কৃষক হয়ে কত মাটি করেছি জননী কত মৃত্যু আমি নিজে পুড়িয়েছি শেষকৃত্য হাতে কত শস্যফলনের সংসার লিখেছি শরীরে কত যন্ত্র ধ্বংস করে কত যন্ত্র করেছি বপন তবুও প্রেমের গল্প হয়নি শেষ আজও ধৃতিরূপা অসীম কারখানা জুড়ে ফাঁদ পাতা রয়েছে তোমারই… আমি যার মুখ দেখি সেও দেখে শ্রীমুখ আমার চিমনি দিয়ে ধোঁয়া ওঠে, সকালের ভোঁ লেখে সারং ডিঙি ভেসে যায় দূরে কতদূরে? জানে না মাঝিও… সব নদী ঘোলা জল হয়ে যায় বেলা পড়ে এলে শুধু একটু সুর লিখি, আয়ু তার শব্দ খুঁজে দেয় আমার বীজকগুলি পড়ে থাকে তোমার ছায়ায় |
অতুলনীয় ভালো কবিতা।
অপূর্ব লেখা
বাহ্। খুব ভালো লাগলো।
বাঃ। ভাল কবিতা।
ভীষণ ভালো লাগলো
ভাষার সাথে এক অনবদ্য সংলাপ | বিশেষ ভালো লাগলো “সুর লিখি, আয়ু তার শব্দ খুঁজে দেয় “