কবিতাঃ কাঙালপণা- দীপঙ্কর মুখোপাধ্যায়

কাঙালপণা
দীপঙ্কর মুখোপাধ্যায়

কোজাগরী পূর্ণিমা রাত, তোমার আছে একটি তারা
দেখতে দেখতে ব্যাকুল হাতে হাত রেখেছি
এমন নিবিড় কাছে পাওয়ার মতোই তো সে
চাঁদের পাশে থাকবে বলে যে-ক্ষুদ্রতার কাঙালপণা

জ্যোৎস্নাভাসি এক আঙিনা, মূর্ছনা কি শরীর পেল
ভালো থাকার আকাশ জুড়ে যে-মেয়েটি স্বপ্ন দিল
তার চোখে চোখ মিলিয়ে দিতে ক্যানভাসে সুর আঁকতে বসি
ভাটিয়ালির দিগন্তে কেউ লক্ষ্ণীমন্ত প্রদোষ হল

তোমার বুকে সমর্পিত…ভাসব বলে
সাবধানী চাঁদ, কোজাগরী, ও পূর্ণিমা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *