মাতৃকা
তাপস গুপ্ত
বিক্ষত তুমি শুয়ে আছ
এয়তি চিহ্ন ধুয়ে দিলে আরও শুভ্রবতী নদীজল
বিবশ এসে পাশে বসে শঙ্খচূর্ণ কুংকুম
আকাশ সুন্দর মনে হলে প্রতিসরণে আসে
তারার তৃষ্ণা টলটল
দূরত্ব কাটিয়ে সূক্ষ্মতা বৃহৎ হলে
ধন্ধে পড়ে যায় চোখ
জাগরণ বড় সোজা কথা নয়
প্রোথিত বাস্তব ছুঁয়ে গেলে জল
জালিকা আরও ঘিরে ধরে মাতৃকা ঘ্রাণে।