পাশাপাশি অর্ধেক ভালবাসা
সোমা সাহা
আজ বড় ক্লান্ত রংচটা চারদেওয়াল।
শিশির ভেজা বসন্তের ভবঘুরে চিঠিগুলো
অজানা নিরুদ্দেশের পথে।
দূরে কোথাও হারিয়ে গেছে নিঃসঙ্গ বালিয়াড়ি।
এখনও জেগে আছে,নোনতা বৃষ্টির ম্লানরেখা
তার সুগভীর চোখে।
সাঁকো বেয়ে উঠে আসে অভিমানী রোদ।
ভিজে যায় বহুযত্নে থাকা পুরনো ছেঁড়া কাঁথা।
বিছানায় শুয়ে আছে পাশাপাশি,
হাজার হাজার বছর অর্ধেক ভালবাসা।।