তুমি আমার
নাগসেন
লুকিয়ে থাকি লুকিয়ে দেখি কাকে
গোপন রাখা বিজন ভালোবাসা
বলেছিলো মুছিয়ে দেবে ক্রোধ
অনেকদূর পেরিয়ে এসে তবু — দেখি
মরতে মরতে বেঁচেই থাকে আশা
কেউ ডাকে নি কেউ বলে নি কথা
খুঁজতে থাকি এক পৃথিবী ব্যথায়
একটি মুখ কার সে মুখের মতো
ভোরবেলাকার সবুজ কাঁঠালপাতা
লুকিয়ে থাকি লুকিয়ে দেখি মুখ
তুমি আমার কতো জন্মের চেনা
তুমি আমার লিখতে লিখতে হঠাৎ
হারিয়ে ফেলা কবির জীবনকথা