দোয়েল জন্মের গান
শর্মিলা ঘোষ
প্রতিবার শরৎ কে নতুন করে চেনা আর সময়ের নাট্যাংশে নতুন কাহিনীর মোড়ক উন্মোচন,
যেভাবে পাহাড়ের বুক চিরে আকাশের দিগন্তরেখা অধ্যারোপিত হয়,
ঠিক সেভাবেই ঋতু বিন্যাসের সদ্য ফোটা শিউলির বার্তা;
একদিন নতুন ভোরের জন্ম হবে।
ফুটপাতের দৈন্যতা আর উৎসবের আমেজ একে অপরকে অতিক্রম করে আলোর তরী বেয়ে;
আমরা বুকের বাম পাশে স্বস্তিক এঁকে হেসে হেসে ভেসে যাই,
একটা দোয়েল জন্মের গান গাইতে গিয়ে দেখি জীবনের সূচীপত্রে নাম তোলা খুব কঠিন কাজ,
সমীকরণ মেলেনা সব সময়
রং তুলি আর ফাউন্ডেশনের নিখুঁত কারুকার্য দিয়ে মুখের দাগ মেলানোর চেষ্টা,
কিন্তু মন যেন চাঁদের মাটি,
গর্ত ডিঙানো যায়না।
প্রতিটা মেকআপের আড়ালের মুখোশ সার্কাসের জোকার , হাসলেও মনে হয় জন্ম থেকে মৃত্যু অবধি মরে বেঁচে থাকার ইতিহাস লুকোচ্ছে।