হিরণ্য কপাট
সমর সুর
এভাবে তাকালে
আপেলের দাম বেড়ে যায়। অন্ধত্ব নিয়ে প্রশ্ন ওঠে ।
‘মন বলে আমি মনের কথা জানি না’
এমন গানের কথায় হিরণ্য কপাট হাট হয়ে খুলে গেলে
পুনরায় অনাথ হয়ে যাই।
এমন করে হাতে হাত রাখলে
বার্ধক্যজনিত সব অসুখগুলো ফিরে যায়
সবুজ ধানের শীষে।
ইয়ে সাম মস্তানি মদহোস কিয়ে যায়…
এভাবে জড়িয়ে ধরলে
থৈ থৈ জলে শিল্পাঞ্চল থেকে সাইরেন বেজে ওঠে
নাইট শিফট শুরু হল
এখন কী বাড়ি ফিরে যেতে পারবো ?
এই হিরণ্য কপাট,আপেল,ভাঙা চাঁদ আর অন্ধত্ব নিয়ে।