অনু ভাগ
মধুপর্ণা বসু
ধুলো পায়ে জড়িয়ে ধরেছে নেশা,
বাঁচতে চাওয়া অভিশাপ জেনেও চেয়েছি বুক ভরে
সেই সাথে রপ্ত করেছি এই সময়ের পেশাদারি দক্ষতা
যারা পেছন থেকে হাত ধরে বলেছিল, চোরাবালি
তলিয়ে গেছে অপেক্ষার অমাবস্যায়।
এখন গনগনে তাপে নাঙ্গা পায়ে স্রোত ভেঙে চলা–
নিজের মুখ দেখে নিজেরই বিস্ময়!
কোথাও কোন যন্ত্রণা কোড়ক খুঁজে পাইনি
কেউ আঘাত দিয়ে বলেনি, উপশম নাও, ‘দেরি হয়নি’।
নিজেকে বিপদসীমার ওপর থেকে
ছুঁড়ে ফেলে দিয়েছি কালোতে ডুবে যাওয়া নেশার
অনুভাগ নিয়ে জীবন পালিয়েছে আমায় ত্যাগ করে।