নিঃসঙ্গতা
জয়ন্ত বাগচী
যে নিঃসঙ্গতা এতদিন হাত ধরেছিল
আজ আর তাকে খুঁজে পাইনা
কোন এক আগস্টের বিকালে
সে হারিয়ে গিয়েছে দুচোখের স্বপ্নসাগরে !
আমার হাত এখন লবনাক্ত
কে যেন এসে ধরেছিল এ হাত
অনাগত স্বপ্নেরা ভিড় করেছিল
জলময়ূরের স্বচ্ছন্দ বিহারে।
আমি জলময়ূর দেখিনি
দেখেছি বন হরিনীর চঞ্চলতা
আমার আকাশ জুড়ে বৃষ্টি
ভিজিয়ে দিয়েছিল অজান্তেই।
সেখানেই ফেলে এসেছি নিঃসঙ্গতা
এখন আমার হাতে আগমনী সুগন্ধ
দিন যায় মাস যায় তবু কিছুই জানতে পারিনা ।