আলেয়া
দেবযানী ভট্টাচার্য
সম্মোহিত সংসারের গায়ে লেগে থাকে কতো প্রাচীন মায়াডাক ! সুখী হবার উপকরণ,
স্পর্শময় আহ্বান,তবু দিন অবসানে জলজ প্রতীক্ষায় অধীর হয়ে উঠি ,
সন্ধ্যা তর্পণ শেষে সূর্যাস্তের নরম আলো আঁচলে বেঁধে বাউল মনটি পাড়ি দেয় অজানার উদ্দেশ্যে।নিহিতরাত্তির সংগোপনে কে আমার নামটি ধরে ডাকে,
ছিন্ন হয় সমস্ত মায়া বন্ধন!
তোমার নামের পাশে এঁকে দি চন্দন সুবাস মাখা প্রণয় চিন্হ!