জীবন এক অভ্যাস
শেখ আব্বাস উদ্দিন
আমাদের রোজনামচার গল্পগুলো
শীর্ণ কুয়াশার মতো একাকী
পুঞ্জিভূত মৌনতা নিয়ে রাত্রি নিবিড় হলে
শিয়রে এসে দাঁড়ায় নিস্তব্ধ থামের মতো
সম্পর্কের উতাল পাতাল লেনদেনের কানাকড়ি হিসাব
হঠাৎ করে লোডশেডিং এর মতো প্রসঙ্গ পাল্টে যায়।
শীর্ণ কায়া পৃথিবীর
প্রাগৈতিহাসিক অন্ধকারের নিচে
চাপা পড়ে আছে অজস্র স্বপ্ন,
অজস্র রং অজস্র ভালবাসা…..!
একটু সময়ানুবর্তিতা শিখে নিতে পারলে
একাকী বসে থাকতে হতো না জনহীন রেল স্টেশনে;
আরেকটু সময় বাড়িয়ে নিতে পারলেই
এই অসময়ে যদি মৃত্যু এসে দিয়ে যায় তাড়া,
যেভাবে বহুরার ঘটেছিল অতীতে….
অন্তহীন ব্যস্ততার কথা বলে চেয়েনিই অলস সময়
জীর্ণ সেতুর মতো ভেঙে পড়ে জীবন।