সাত সমুদ্র তেরো নদী
কৌশিক বন্দ্যোপাধ্যায়
এত দাহ ও দহন পর্ব শেষে তোমাকে জড়িয়ে রাখি
রক্তমাংসে জীবনের সংগোপনে নিজেকে বাঁচাই।
কে কখন কার কাছে আহত হয় কেউ জানে না।
অথচ তোমাকে চিনে নিতে নিতে ভোর হওয়া।
সাত সমুদ্র তোরো নদী পথ পার হওয়া পরিধি
অথবা সে পরিধি ধরে ক্রমাগত ঘুরে চলা
ঝড়-জল-অশনি-বজ্রপাতে
আশ্চর্য সে রামধনু রঙ খুঁজে পেতে ভালবাসার বারান্দায়।
পা ফেলে ফেলে অতঃপর নুড়ি-বালি জমানো
বুকপকেটে স্মৃতির কলিজায়।
যত প্রাচীন,তত আসলে নবীন
পরতে পরতে সময়ের স্রোত গা’য়ে মেখে
দিনান্তের অন্বেষণে ….