দাবাগ্নি
সুমন দিন্ডা
হাওয়ার পাশের মাঠে গল্পেরা কেমন লুকিয়ে থাকে।
অল্প অল্প শোনা যায় আবছায়া অতীত,
কান পেতে থাকি, বোঝা আর না বোঝার মাঝে
বয়ে যায় কৌতূহলী গুজব, মাঠের পর মাঠ,
বিপুল জনপদ অনায়াসে পাড়ি দেয়।
কান বন্ধ করে রাস্তায় নামে অবরোধ,
পুড়ে যায় ঘরবাড়ি, দোকান বাজার।
কে কার টেনেছে কান কেউ জানে না
তবুও চলে রক্তের মিম, প্রাণ হরন
ধোঁয়ায় হারিয়ে যায় মানুষ তখন।
আমার রক্তে আমিই ভিজে উঠি
আর ডুবে যায় পরিবারের শেষ ভরসাটুকু।
গল্পেরাও এখন আগুন নিয়ে ঘুরে বেড়ায়।