রিটার্ন গিফ্ট
সুরঙ্গমা ভট্টাচার্য
সেদিন মিসেস জো কে দিলাম একটুকরো নরম রোদ্দুর
মিস্টার জো ভালবাসেন তো
ভদ্রমহিলা একগাল হেসে একটা বেদানা ভেঙে আমাকে বললেন খাও সিস
আমি তৎক্ষণাৎ দুটো দানা ভেঙে মুখে ফেলে
বেদানা টা ফিরিয়ে দিয়ে বললাম
আমার যেদিন ভেসে গেছে চলে
বাড়িতে আর কাউকে দেবার নেই
মেয়ে বেদানা খায় না